স্টাফ রিপোর্টার: দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে শুরু হচ্ছে আরেকটি শৈত্যপ্রবাহ। আগামী ১ বা ২ ফেব্রুয়ারি থেকে মৃদু বা মাঝারি আকারের শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। গত বুধবার থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টিতে তাপমাত্রা কমতে শুরু করেছে। উত্তর-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ক্রমেই কমে আসবে। আবহাওয়া অধিদপ্তরের একজন আবহাওয়াবিদ জানিয়েছেন, উত্তর-পশ্চিমাঞ্চলে আগামী ১ বা ২ ফেব্রুয়ারি থেকে মৃদু বা মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ শুরু হবে। গতকাল বৃহস্পতিবার সকালে ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। আর মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টা অর্থাৎ তিনদিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে ও দেশের উত্তর-পশ্চিমাংশে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেতুলিয়ায় রেকর্ড করা হয়েছে সর্বনিম্ন ১০ ডিগ্রি সেলসিয়াস। দেশের বিভাগীয় শহরগুলোর মধ্যে রংপুরে ১৪ দশমিক ৮, রাজশাহীতে ১৫ দশমিক ৮, বরিশালে ১৪ দশমিক ৬, সিলেটে ১৪ দশমিক ২, চট্টগ্রামের ১৪ দশমিক ৮, ময়মনসিংহে ১৫, ঢাকায় ১৬ দশমিক ১, খুলনায় ১৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।