দামুড়হুদা ব্যুরো: দামুড়হুদা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বর্ষীয়ান নেতা তোফাজ্জেল হোসেন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। বছর দুয়েক আগে তার দেহে মরণব্যাধি ক্যান্সার ধরে পড়ে। কয়েক দফা ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা করানো হয় তাকে। চলতি মাসের ৫ তারিখে বর্ষীয়ান নেতা তোফাজ্জেল হোসেনকে আবারও নেয়া হয় ঢাকা সিএমএইচে। সেখানে টানা ২৩ দিন চিকিৎসার পর ২৮ জানুয়ারি বাড়িতে ফিরিয়ে আনা হয়। ৭ দিন অচেতন অবস্থায় থাকার পর গতকাল বৃহস্পতিবার সকাল থেকে কথা বলতে পারছেন তিনি। পিতার আশু সুস্থতা কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন ছোট ছেলে দামুড়হুদা উপজেলা ছাত্রদলের অন্যতম নেতা আরিফুল ইসলাম আরিফসহ পরিবারের লোকজন।