জীবননগর ব্যুরো/আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের রায়পুর ইউপি চেয়ারম্যান রশিদ শাহের বিরুদ্ধে জমি আছে, ঘর নেই প্রকল্পের পিআইসি’র নিকট ব্লাঙ্ক চেক নিয়ে টাকা উত্তোলন করে নেয়ার অভিযোগ উঠেছে। ইউপির সংরক্ষিত নারী আসনের ওয়ার্ড সদস্য কহিনুর বেগম গতকাল বৃহস্পতিবার জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট এ নালিশী অভিযোগপত্র দাখিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, জমি আছে, ঘর নেই প্রকল্পে সম্প্রতি রায়পুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বালিহুদা খালপাড়ার মজিবুর রহমান ও ৮নং ওর্য়াডের নতুন চাকলা গ্রামের হাফিজুর রহমানের নামে উপজেলা পরিষদ দুটি ঘর বরাদ্দ দেয়। প্রতিটি ঘরের বরাদ্দের পরিমাণ ২ লাখ ৯৯ হাজার ৮৬০ টাকা। যার প্রকল্প সভাপতি ইউপির ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের নারী সদস্য কহিনুর বেগম। তিনি নালিশী অভিযোগপত্রে বলেন, রায়পুর ইউপি চেয়ারম্যান রশিদ শাহ আমার নিকট থেকে ৩টি ব্লাঙ্ক চেক নিয়ে প্রথম কিস্তির ৩ লাখ টাকা উত্তোলন করে নিয়েছেন। যাহার চেক নং ০২সি-৩৩৩৫৯৯৩, ৩৩৩৫৯৯৪ ও ৩৩৩৫৯৯৫ অগ্রণী ব্যাংক, জীবননগর শাখা। যার হিসাব নং ০২০০০১৩৭৬৬৯৪৭। ব্যাংক কর্তৃপক্ষর দেয়া ব্যালেন্স সিটে দেখা গেছে, ১ম চেক থেকে ৩ লাখ টাকা গত ১৩ জানুয়ারি উত্তোলন করা হয়েছে। তিনি নামে প্রকল্প সভাপতি হলেও কাজে ইউপি চেয়ারম্যানের তাদরকিতে কাজ করা হচ্ছে বলে তিনি দাবি করেন। প্রকল্প সভাপতি কহিনুর বেগম তার চেক ফেরত নেয়ার জন্য চেয়ারম্যান সাহেবকে বার বার তাগিদ দেয়া সত্বেও তিনি চেক ফেরত না দেয়ায় নিরুপায় হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দায়ের করেন। তথ্য অনুসন্ধান নিয়ে জানা গেছে, জমি আছে, ঘর নেই প্রকল্পে অন্যান্য ইউনিয়নে নয়-ছয় করার অভিযোগ উঠেছে। এ অভিযোগের সত্যতা জানতে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদককে বলেন, অভিযোগটি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।