আলমডাঙ্গায় ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন কৃষকের মৃত্যু

আলমডাঙ্গা ব্যুরো: চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার বলরামপুর গ্রামে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন কৃষকের মৃত্যু হয়েছে। মৃত কৃষকের নাম শহিদুল ইসলাম সদু (৫০)। তিনি আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের বলরামপুর গ্রামের মৃত আব্দুল ম-লের ছেলে।
নিহতের পরিবার ও এলাকাসূত্রে জানা যায়, শহিদুল ইসলাম সদু প্রায় ১ বছর ধরে মানসিক রোগে আক্রান্ত। গতকাল ৩০ জানুয়ারি ভোরে তিনি মাঠে যান। সকাল ৮ টার দিকে ঘন কুয়াশার ভেতর মাঠ থেকে বাড়ি ফেরার পথে গোয়ালন্দ মেইল ট্রেনের ধাক্কায় তিনি রক্তাক্ত জখম হন। প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে দ্রুত বাড়িতে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে। মৃত আব্দুল ম-লের ৪ ছেলের মধ্যে নিহত শহিদুল ইসলাম সদু ছিলেন সকলের ছোট। তার রয়েছে ২ মেয়ে ও ১ ছেলে। তারা সকলেই বিবাহিত। বাদ জোহর জানাজা শেষে শহিদুল ইসলাম সদুর লাশ গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে। তার আকস্মিক মৃত্যুতে মা, স্ত্রী-সন্তানসহ নিকট আত্মীয়-স্বজন শোকে মুহ্যমান।

Leave a comment