কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় সাকিব রাইস মিলে অবৈধভাবে বিদ্যুত ব্যবহার করায় ৬ লাখ ৮৫ হাজার ৭৫১ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার বিকেলে কুষ্টিয়া পল্লী বিদ্যুত সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ভেড়ামারা) এবিএম মিজানুর রহমান ও ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফের নেতৃত্বে ভেড়ামারা পৌর এলাকার জিকে ৩নং ব্রিজ এলাকার সাকিব রাইস মিলে এ অভিযান চালায়।
এবিএম মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে ওই এলাকায় অবৈধভাবে বিদ্যুতের সংযোগ নিয়ে ব্যবহার করা হচ্ছে। মোট তিনটি মিটার হতে ১৮টি অবৈধ পয়েন্ট দেখা যায়। পয়েন্টের মাধ্যমে অটো চার্জ দেয়া হচ্ছিলো।
এ সময় বাড়ির মালিক শিশির আহাম্মেদ পলাতক ছিলো। আবাসিক মিটার থেকে সাকিব রাইস মিলে অবৈধ বিদ্যুত ব্যবহার করায় ৬ লাখ ৮৫ হাজার ৭৫১ টাকা জরিমানা করা হয়। সেই সাথে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।