পানতে ভিজে নষ্ট হতে পারে মূল্যবান দলিলপত্র
দামুড়হুদা ব্যুরো: দামুড়হুদা উপজেলা পরিষদের সাপ্লাই পানির লাইনের পাইপ ফেটে পানি বের হয়ে ছড়িয়ে পড়ছে সাব-রেজিস্ট্রি অফিসের আশপাশ। পানি জমে থাকায় একদিকে যেমন মুহুরারসহ জমি কেনাবেচা করতে আসা লোকজনকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে; অপর দিকে পানিতে ভিজে মূল্যবান দলিলপত্র নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফেটে যাওয়া সাপ্লাই পানির পাইপ লাইনটি জরুরি ভিত্তিতে মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছে ভুক্তভোগী লোকজনসহ দলিল লেখকগণ।
সরেজমিন দেখা গেছে, দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরস্থ দলিল লেখক হারুন ও লাভলুর সেরেস্তার পাশে তাহাজুলের সেরেস্তার পূর্ব পাশের একটি মেহগনি গাছের গোড়ার পাশ দিয়ে প্রতিদিন সকালে পানি বেরুচ্ছে। উনুয়ের মতো মিনমিন করে পানি বেরিয়ে ছড়িয়ে পড়ছে সাব-রেজিস্ট্রি অফিসের আশাপাশ। এলাকায় পানি জমে থাকায় জমি বেচাকেনা আসা লোকজনকে চলাচল করতে চরম সমস্যায় পড়তে হচ্ছে। দামুড়হুদা উপজেলা দলিল লেখক সমিতির সহসভাপতি হারুন অর রশিদ বলেছেন, মূল্যবান দলিলপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র যেকোনো সময় পানিতে পড়তে পারে। এছাড়া লোকজনের চলাচলেরও সমস্যা হচ্ছে। বিষয়টি জরুরিভিত্তিতে মেরামতের প্রয়োজন। দলিল লেখক সমিতির যুগ্মসম্পাদক নূর আলম লাভলু বলেছেন, প্রায় তিন মাস ধরে এ সমস্যা ভোগ করছি। প্রথমে মনে করতাম বৃষ্টির পানি জমে আছে। কিšুÍ বর্তমানে বৃষ্টি না হওয়ার পরও পানি জমে থাকায় লক্ষ্য করে দেখি গাছের গোড়া দিয়ে উনুয়ের মতো মিনমিন করে পানি বের হচ্ছে। সমস্যাটি জরুরি ভিত্তিতে সমাধান করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট ভুক্তভোগীদের এমনটিই দাবী।