দামুড়হুদা ব্যুরো: দামুড়হুদায় ডিএস দাখিল মাদরাসার উদ্যোগে দাখিল পরীক্ষার্থীদের বিদায় এবং মাদরাসার প্রতিষ্ঠাতা নির্বাহী কমিটির সভাপতি মরহুম নজির বিশ্বাসের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১২ টার দিকে দামুড়হুদা ডিএস দাখিল মাদরাসা প্রাঙ্গণে বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দামুড়হুদা ডিএস দাখিল মাদরাসার সুপার সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তোমরা বর্তমানে জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় পার করছো। তোমরা ভালোভাবে পড়ালেখা করে বাবা-মায়ের মুখ উজ্জ্বল করবে। বয়ে আনবে মাদরাসার সুনাম। মাদরাসায় পড়ালেখা করেও ভালো চাকরি পাওয়া যায় এমন উদাহারণ টেনে তিনি আরও বলেন, ভালোভাবে পড়তে পারলে স্কুল-মাদরাসার মধ্যে কোনো পার্থক্য নেই। মুক্তিযুদ্ধের চেতনায় তোমাদের জীবন গড়তে হবে। সুনাগরিক হয়ে দেশের সেবা করবে। জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আগে নিজেকে সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি আওয়ামী লীগ নেতা সেলিম উদ্দীন বগা, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজি শহিদুল ইসলাম, দামুড়হুদা সাংবাদিক সমিতির সভাপতি বখতিয়ার হোসেন বকুল, সহকারী সুপার জয়নাল আবেদীন। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন আশাদুল হক, সৈয়দ মাসুদুর রহমান খোকন, রকিব উদ্দীন, আব্দুল্লাহ, মোহাব্বত আলী, শফিকুল ইসলাম, শাহিনা খাতুন, মহাসিন আলী, আব্দুল হামিদ প্রমুখ। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন দামুড়হুদা ডিএস দাখিল মাদরাসার সুপার সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান।