দর্শনা অফিস: দর্শনায় মুজিব শতবর্ষ উপলক্ষে ব্যাডমিন্টন প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। দর্শনা মুজিব শতবর্ষ উৎযাপন ক্রীড়া উপ-কমিটির আয়োজনে গতকাল বুধবার সন্ধ্যায় দর্শনা ডিএস সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদরসা চত্বরে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু ও দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান। উপস্থিত ছিলেন কেরুজ চিনিকলের উপ-ব্যবস্থাপক (বাণিজ্যিক) শেখ শাহবুদ্দিন, নিরাপত্তা পরিদর্শক গিয়াসউদ্দিন পিনা, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, আ.লীগ নেতা আবুল কালাম, দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ, মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরিফুজ্জামান আরিফ, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, যুবলীগ নেতা মামুন শাহ প্রমুখ। ১৬টি দলের অংশগ্রহণে গভীর রাত পর্যন্ত এ টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলা শেষ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।