আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় ও পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পৃথকভাবে নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০ টার দিকে পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ও বেলা ১২টার দিকে আলমডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত হয়। পাইলট বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ আইয়ুব হোসেন। এ সময় তিনি বলেন, তোমাদের বাল্যবিবয়ের কু-সংস্কার থেকে বেরিয়ে আসতে হবে। মেয়েরা এখন আর পিতা-মাতার বোঝা নয়। দেশের ৬৪ জেলার বেশির ভাগ জেলায় জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি)সহ বিভিন্ন পদে মেয়েরা কাজ করছে। তাই তোমরা যদি সত্যিকারের লেখাপড়া কর তাহলে তোমরাও বড় বড় পদে চাকরি করতে পারবে। সরকারি কলেজ ও উচ্চ বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তো প্রায় ৬০ ভাগ শিক্ষক তোমাদের মতো মেয়েরা চাকরি করছে। তাই আমার অনুরোধ সঠিকভাবে লেখাপড়া করে দেশ ও পরিবারের জন্য কাজ করে যাও। সভায় বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারি, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সম্পাদক হামিদুল ইসলাম আজম, সহকারী প্রধান শিক্ষক আনিসুজ্জামান, মহেশ কুমার ভৌতিকা। বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান ও শিক্ষার্থী তনয়া এবং জুইয়ের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মনিরুজ্জামান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য হারুনার রশিদ, শিক্ষক রওশনারা, মজনুর রহমান, আশরাফুল ইসলাম, রামকুমার সাহা, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন রওজা ফেরদৌস রিতু, জতি রানি প্রমুখ।
এরপর বেলা ১২ টার দিকে আলমডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানে সরকারি উচ্চ বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ আইয়ুব হোসেন। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুল বারি, সরকারী কলেজের অধ্যক্ষ কৃষিবিদ গোলাম সরোয়ার, সহকারী প্রধান শিক্ষক ইলিয়াস উদ্দিন, প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সম্পাদক হামিদুল ইসলাম আজম। শিক্ষক আনোয়ারুজ্জামানের উপস্থাপনায় বক্তব্য রাখেন কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজা, শিক্ষার্থী শিশির ও রুদ্র। মানপত্র পাঠ করেন সৌরভ ও প্রত্যয়। আফরান, বর্ষন সাহা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক ইছাহাক আলী, গৌতম কুমার পাল, সিদ্দিকুর রহমান, আবু তালেব, জয়নাল আবেদীন, প্রতাপ অধিকারী, গিয়াস উদ্দিন, হাসিনা বেগম প্রমুখ। শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।