মাথাভাঙ্গা মনিটর: ভারতীয় তারকা স্পিনার যুজবেন্দ্র চাহালকে লাইভ টিভিতে হিন্দিতে গালিগালাজ করেছেন নিউজিল্যান্ডের তারকা ওপেনার মার্টিন গাপটিল। তার সেই গালির ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। রোববার নিউজিল্যান্ডের অকল্যান্ডে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ১৩২ রানে গুঁটিয়ে দিয়ে ৭ উইকেটের জয় পায় ভারত। এই জয়ে সিরিজে ২-০ তে এগিয়ে যায় সফরকারী বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটি। এ দিন খেলা শেষে মাঠে দাঁড়িয়ে রোহিত শর্মার সঙ্গে গল্প করছিলেন নিউজিল্যান্ড ওপেনার মার্টিন গাপটিল। সে সময় ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহাল তার দিকে এগিয়ে আসতেই নিউজিল্যান্ড ব্যাটসম্যান গাপটিল মজা করে বলেন, ‘হে গা’ গাপটিলের মুখে হিন্দিতে এমন গালিগালাজ শুনে হেসে ফেলেন চাহাল। বলেন, ক্যামেরা অন আছে। এর পরই চাহাল নিউজিল্যান্ড ওপেনারকে হিন্দিতে প্রশ্ন করেন, কেমন লাগছে আপনার? গাপটিল বলেন, ইংরাজিতে জিজ্ঞেস কর। এভাবেই চলতে থাকে মজাদার সেই কথোপকথন। গাপটিলের হিন্দিতে দেয়া সেই গালাগালির ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। আসলে দীর্ঘদিন ধরে আইপিএল খেলার সুবাদে টুকটাক হিন্দি শেখার পাশাপাশি ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে দারুণ বন্ধুত্বের সম্পর্ক গাপটিলের। দেশের মাঠে ভারতীয়দের পেয়ে তাই মজাই করেছেন গাপটিল।