দামুড়হুদা ব্যুরো: দামুড়হুদার মোক্তারপুরে ‘মাদককে না বলুন-বাল্যবিয়েকে লাল কার্ড’ এ সেøাগানকে সামনে রেখে যুবসমাজ কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মোক্তারপুর নি¤œ মাধ্যমিক বিদ্যালয় মাঠে দামুড়হুদা ফ্রেন্ড্স একাদশ বনাম মোক্তারপুর লাল সবুজ ক্রিকেট একাদশের মধ্যে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা ফ্রেন্ড্স একাদশ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ১৪ ওভারে ৮ উইকেট হারিয়ে দামুড়হুদা ফ্রেন্ড্স একাদশ মাত্র ৬৬ রান সংগ্রহ করে। ৬৭ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে মোক্তারপুর লাল সবুজ ক্রিকেট একাদশ ৯ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ফলে মোক্তারপুর লাল সবুজ ক্রিকেট একাদশ ৭ উইকেটে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়। মোক্তারপুর লাল সবুজ ক্রিকেট একাদশের ম্যাথুস ম্যাচ সেরা এবং একইদলের কাদেমাল কোরাইশ সিরিজ সেরা খেলোয়াড় নির্বাচিত হন। খেলায় আম্পায়ার ছিলেন শহিদুল্লাহ ও বাবু। স্কোরার ছিলেন মফিজুল ইসলাম ও শাহিন উদ্দীন। ধারাভাষ্য দেন রিগ্যান ও মিজানুর রহমান। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সভাপতিত্ব করেন মোক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলি মুনছুর বাবু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। আমরা ২০২১ সালে মধ্যমআয়ের দেশে এবং ২০৪১ সালে উন্নত রাষ্ট্রে উন্নিত হবো। দেশকে এগিয়ে নিতে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে হবে। যে কোনো মূল্যে তাদের মাঠ মুখি করতে হবে। তিনি যুব সমাজকে উদ্দেশ্য করে আরও বলেন, তোমাদের লেখাপড়ার পাশাপাশি মাঠে এসে খেলাধুলা করতে হবে। এ জন্য যদি বল লাগে আমি দেবো। ক্রিকেট সেট লাগে আমি দেবো। তোমরা মাঠে এসে খেলাধুলা করো। তোমাদের যা যা লাগে আমি দেবো। মোক্তারপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুলতান আলী ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান টোকনের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাস, জেলা পরিষদ সদস্য দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবির ইউসুফ, আ.লীগ নেতা সেলিম উদ্দীন বগা, দামুড়হুদা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলী, কার্পাসডাঙ্গা বাজার কমিটির সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম বিশ্বাস মিঠু, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু, সাবেক মেম্বার আক্কাচ আলী, ইউপি সদস্য আশাদুল হক প্রমুখ। পুরস্কার ক্রয়ে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তারা হলেন মোক্তারপুরের কৃতিসন্তান আব্দুল গনি, আব্দুল মমিন, সাইফুল ইসলাম, সবদুল মালিথা, বাবু, শামসুল মিয়া, আব্দুস সামাদ মাস্টার এবং মা এ্যাগ্রোর স্বত্বাধিকারী ইনছান আলী। অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল্লাহ-আল মামুন।