স্টাফ রিপোর্টার: জীবননগর কালা গ্রামের শাহীন উদ্দিনকে ফেনসিডিলসহ গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সকালে শিয়ালমারী পশুহাট এলাকা থেকে ২৩০ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ গতকালই শাহীনকে আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতারকৃত শাহীন উদ্দিন (৩০) জীবননগর উপজেলার কালা গ্রামের মাঝেরপাড়ার মৃত আনোয়ার হোসেনের ছেলে। জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ গতকাল মঙ্গলবার জানতে পারে জীবননগর উপজেলার শিয়ালমারী পশুহাট এলাকায় দুজন ব্যক্তি ফেনসিডিলসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সকাল ৮টার দিকে পরিদর্শক ইব্রাহীম আলী, এসআই আবু বক্কর সিদ্দীক সঙ্গীয় ফোর্সসহ শিয়ালমারী পশুহাট এলাকায় অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে আবু বকর নামের একজন পালালেও গ্রেফতার করা হয় জীবননগর উপজেলার কালা গ্রামের মাঝেরপাড়ার মৃত আনোয়ার হোসেনের ছেলে শাহীন উদ্দিনকে। একইসাথে উদ্ধার করা হয় বস্তাভর্তি ২৩০ বোতল ফেনসিডিল। পরে গতকালই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ শাহীনকে আদালতে সোপর্দ করলে বিচারক জেলহাজতে প্রেরণের আদেশ দেন।