জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা শহরের দত্তনগর সড়কে ফুড অফিস সংলগ্ন এক সেনা কর্মকর্তার নির্মাণাধীন বাড়িতে সোমবার দিনগত রাত ৩ টার দিকে ডাকাতি সংঘটিত হয়েছে। দুই সদস্যের অস্ত্রধারী ডাকাতদল ওয়ারেন্ট অফিসার মিজানুর রহমানের শাশুড়ি রুবিনা খাতুনের (৫২) মাথায় পিস্তল ঠেকিয়ে স্ত্রীর ঘর হতে প্রায় ২ হাজার টাকা ও ৩ থেকে ৪ ভরি স্বর্ণের অলঙ্কার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ।
সেনা কর্মকর্তার শাশুড়ি রুবিনা খাতুন জানান, তার জামাতা মিজানুর রহমান সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার। চট্টগ্রাম সেনানিবাসে বদলির আদেশাধীন ঢাকা সেনানিবাসে কর্মরত। তিনি স্কুল শিক্ষিকা মেয়ে ময়না খাতুনের নিকট নির্মাণাধীন বাড়ির দোতলায় থাকেন। রাত ৩টার দিকে নির্মাণাধীন বাড়ির সামনের ব্যালকনি দিয়ে ঘরে প্রবেশ করে ডাইনিংএ ঢোকার দরজাটির হেজবোল্ট খুলে ফেলে ডাকাতদল। দরজা খোলার শব্দ পেয়ে তিনি ঘুম থেকে জেগে উঠে এসে দেখতে পান দরজাটি খোলা রয়েছে। এসময় তিনি দরজা দিতে গেলে দরজার হেজবোল্ট খোলা দেখতে পেয়ে মেয়েকে ডেকে তোলেন এবং পুনরায় দরজা দিতে গেলে দরজার আড়ালে থাকা ডাকাতদল তাকে ধাক্কা দিয়ে সরিয়ে মাথায় পিস্তল ধরে। এ সময় সেনাকর্মকর্তার স্ত্রী ময়নার গলায় হাসুয়া ধরে তার দুই শিশু পুত্রকে জবাই করে হত্যার হুমকি দিয়ে তাদেরকে জিম্মি করে। ডাকাতদল এ সময় আলমারির তালা ভেঙে নগদ প্রায় দুই হাজার টাকা ও ৩ থেকে ৪ ভরি সোনার গয়না লুট করে ফুড গোডাউনের ভেতর দিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে জীবননগর থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলামসহ পুলিশের কর্মকর্তাগণ ঘটনাস্থল পদির্শন করেছেন। ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ জানান, আলামত দেখে মনে হচ্ছে চুরি করতে এসে গৃহকর্তী জেগে যাওয়ায় তারা মাথায় অস্ত্র ঠেকিয়ে এ ঘটনা ঘটিয়েছে। ঘটনার তদন্তসহ দায়ীদের চিহ্নিত করে গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানান তিনি।