করোনা ভাইরাসকে ‘শয়তান’ বললেন চীনা প্রেসিডেন্ট

মাথাভাঙ্গা ডেস্ক: চীনের উহান প্রদেশ থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসকে ‘শয়তান’ বলে আখ্যায়িত করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডা. টেডরস আধানমকে বলেন, নতুন করোনাভাইরাস একটি শয়তান এবং চীনের আত্মবিশ্বাস রয়েছে এর বিরুদ্ধে যুদ্ধে জয় হবে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা এক প্রতিবেদনে শি আরও যোগ করেন, তিনি বিশ্বাস করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং আন্তর্জাতিক সম্প্রদায় ভাইরাসটির একটি স্থির, বাস্তব ও যুক্তিসঙ্গত মূল্যায়ন করবে। এদিকে সিএনএন জানিয়েছে, চীনে গতকাল (মঙ্গলবার) পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্তে মৃতের সংখ্যা বেড়ে ১০৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া সাড়ে ৪ হাজার মানুষ এ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। চীনের হুবেই প্রদেশের কর্তৃপক্ষ জানিয়েছে, এই অঞ্চলে ২৭০০ জন আক্রান্তের ঘটনায় ১৩০০ মানুষকে আক্রান্তের বিষয়টি নিশ্চত হওয়া গেছে। বেশিরভাগ আক্রান্ত মানুষ হাসপাতালে ভর্তি রয়েছেন। এদের মধ্যে ১২৫ জনের অবস্থা গুরুতর। রোববার থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬৫ শতাংশ বেড়েছে। যা ২৭০০ থেকে সাড়ে ৪ হাজারে (৪৫০০) উন্নীত হয়েছে।