চুয়াডাঙ্গার বিভিন্ন স্কুল ও মাদরাসায় বিদায় ও নবীনবরণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার বিভিন্ন স্কুল ও মাদরাসায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার চুয়াডাঙ্গার সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়, মহাম্মদজমা ডিএএসএস মাধ্যমিক বিদ্যালয়, আলমডাঙ্গার ভোগাইল বগাদি ও আসমানখালী মাধ্যমিক বিদ্যালয়, গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয় ও দামুড়হুদা সরকারি পাইলট হাইস্কুল, জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়, নাটুদহ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় তোমাদের জীবন গড়তে হবে। সুনাগরিক হয়ে দেশের সেবা করবে। তোমরা বর্তমানে জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় পার করছো। তোমরা ভালোভাবে পড়ালেখা করে বাবা-মায়ের মুখ উজ্জ্বল করবে। বয়ে আনবে স্কুলের সুনাম। জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আগে নিজেকে সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
সরোজগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গার সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণির ছাত্র-ছাত্রীদের বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় বিদ্যালয়ের চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকবর আলী। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি জুয়েল রানা। বিশেষ অতিথি ছিলেন পিটিএ কমিটির সহসভাপতি আলতাব হোসেন, পরিচালনা কমিটির সদস্য জিল্লুর রহমান, সেলিনা খাতুন, শিক্ষক প্রতিনিধি বিশ্বনার্থ ঘোষ, রোকেয়া খাতুন প্রমুখ। ছাত্র-ছাত্রীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন আব্দুল্লা আল জুবায়ের, ইকরামুল হক, মাইশা মালিহা, অঞ্জনা খাতুন, ফয়সাল আহম্মেদ। মানপত্র পাঠ করেন তামান্না জান্নাত পুরবী, মোনায়েম ম-ল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক শফিকুল ইসলাম ও দোয়া পরিচালনা করেন ধর্ম শিক্ষক আব্দুর জব্বার।
এছাড়া মহাম্মদজমা ডিএএসএস মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণির ছাত্র-ছাত্রীদের বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের খেলার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সভাপতি কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি মজিবর রহমান। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা অওয়ামী লীগের দফতর সম্পাদক গোলজার হোসেন। কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আলি আহম্মদ হাসানুজ্জামান মানিক, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল ইসলাম মিলন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের সচিব মোশারফ হোসেন, প্রধান শিক্ষক নাজমুল ইসলাম, পরিচালনা কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন, খলিল ম-ল, নাজমা খাতুন, আনোয়ার হোসেন প্রমুখ। মানপত্র পাঠ করেন সুমাইয়া খাতুন। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক খাইরুল ইসলাম।
ভালাইপুর প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গার গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজি আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি দেলোয়ার হোসেন দিপু। বিশেষ অতিথি ছিলেন চিৎলা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম বিপ্লব, ডা. আফসার উদ্দীন কলেজের অধ্যক্ষ মাহবুবুল ইসলাম সেলিম, জেলা শিক্ষা অফিসের শিক্ষা বিষয়ক গবেষক আলমগীর হোসেন, জেলা শিক্ষা অফিসের পরিদর্শক আনোয়ার হোসেন, গোকুলখালী বাজার কমিটির সভাপতি হাজি মোজাম্মেল হক, বিশিষ্ট ব্যাবসায়ী আবুবকর মিয়া, সাবেক শিক্ষক হাজি মোসারেফ হোসেন, দাতা সদস্য ফরিদ হোসেন, এসএমসির সদস্য জহুরুল ইসলাম, মবিবর রহমান, মহাসিন আলী, সহকারী শিক্ষক হামিদুল ইসলাম, বেলাল হোসেন, আফরাফ হোসেন, নাসির উদ্দীন, তাজুল ইসলাম, শাহাবদ্দীন, জামাল উদ্দীন, মিয়া জাফর সাদিক, আদম শফিউল্লাহ, বিথি খাতুন, জান্নাতুল ফেরদৌস, সাঈদ হোসেন, মুনছুর রেজা, আরিফ হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক ইস্পেয়ারা খাতুন। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক শফিউদ্দীন টিটু। আলোচনা শেষে এসএসসি পরীক্ষার্থীদের হাতে ফুল ও শিক্ষা উপকরণ দিয়ে বিদায় ও নবীনদের হাতে ফুল দিয়ে নবীনবরণ করা হয়।
হাটবোয়ালিয়া প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গার হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতি সচিব ও হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি জিনারুল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি আলমডাঙ্গা উপজেলার নির্বাহী অফিসার লিটন আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাবুল হক ঠা-ু। প্রধান আলোচক হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমডাঙ্গা থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলি, হাটবোয়ালিয়া রেনেসাঁ পাবলিক স্কুলের সভাপতি আশরাফুজ্জামান নান্নু, বীর মুক্তিযোদ্ধা সোয়েব উদ্দীন, রেনেসাঁ পাবলিক স্কুলের সদস্য বিল্লাল হোসেন কালু ম-ল। হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক শরিফুজ্জামান লাকির উপস্থাপনায় উপস্থিত ছিলেন হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি সদস্য মামুন রেজা, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাস্টার, খোসদেল আলম, আব্দুল মালেক, মারফত আলী, নতুন কুঁড়ি স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মহাবুল ইসলাম, হারদী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান, সেবাবাগ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বিপ্লব হোসেন, আসমান হাকীম, আব্দুস সাত্তার, রেনেসাঁ পাবলিক স্কুলের পরিচালক শাহাবুল ইসলাম সন্টু, আমিনুল ইসলাম ওলিল, ফজলুল হক, সাবেক মেম্বার বিল্লাল হোসেন, ইকলাচ উদ্দীন, আরমান আলী। সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়। এতে অতিথি শিল্পি ও স্থানীয় শিল্পিরা গান পরিবেশন করেন। আজ ২৮ জানুয়ারি এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হবে।
আসমানখালী প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গার ভোগাইল বগাদি ও আসমানখালী মাধ্যমিক বিদ্যালয় নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১০টার দিকে ভোগাইল বগাদি মাধ্যমিক বিদ্যালয়ে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মতিউর রহমান। প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ইসমাইল হোসেন বেল্টু। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক হাফিজুর রহমান মিয়া, বড় গাংনী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সাইদুজ্জামান, এসআই আব্দুল মালেক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিবার রহমান, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিলন মাহমুদ, ইউপি সদস্য সাজেদুল ইসলাম, সাবেক আব্দুস সালাম, মারফত আলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক বজলুর রহমান এজাজুল হক।
অপরদিকে আসমানখালী মাধ্যমিক বিদ্যালয়ে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের সদস্য রকিবুল হাসান, সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন-অর-রশিদ, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক মিয়া, সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, ইউনিয়ন যুবলীগের সভাপতি রোকনুজ্জামান টোকন, আবু সাঈদ আব্দুল্লাহ ওমর মিটন মিয়া, মঈন উদ্দিন উদ্দিন, সাইদুর রহমান, আব্দুস সামাদ, আতিয়ার রহমান, বাহুল হক মিলন, আসাদুল হক, আব্দুর রহিম, জিয়াউর রহমান, মহির উদ্দিন, জাকিয়া আফ্রিন, হোসনে আরা খাতুন, পাপিয়া সুলতানা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সামাদ ও মুজিবুল হক।
দামুড়হুদা ব্যুরো জানিয়েছে, দামুড়হুদায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায়-নবাগতদের বরণ এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১২টার দিকে দামুড়হুদা সরকারি পাইলট হাইস্কুলে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন দামুড়হুদা সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আয়েশা খাতুনের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলী, দামুড়হুদা সাংবাদিক সমিতির সভাপতি বখতিয়ার হোসেন বকুল ও যুবলীগ নেতা মিরাজুল ইসলাম মিরাজ। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক আব্দুল কুদ্দুস, ফজলুল হক, মাহবুব মোর্শেদ, তুহিন উদ্দীন, আসাদুজ্জামান, ফারুক হোসেন, জাহিদুল ইসলাম, শফিকুল ইসলাম, সোলায়মান কাদির, জামেনা খাতুন, সহকারী শিক্ষক কল্পনা খাতুন, মহুয়া পারভীন, তাহাজ উদ্দীন, জাহিদুল ইসলাম, ফারুক হোসেন, আশরাফুল হক, জাকির হোসেন, মোখলেছুর রহমান, অফিস সহকারী রাশিদুল হক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক আমিনুর রহমান ও সহকারী শিক্ষক রাজিয়া সুলতানা।
হাউলী প্রতিনিধি জানিয়েছেন, জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়-নবাগতদের বরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকাল ১০টার দিকে জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ে এক উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাহিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু। বিশেষ অতিথি ছিলেন হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ খোকন, জয়রামপুর ডিএস দাখিল মাদরাসার সভাপতি সিরাজুল হক মাস্টার, জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি জসিম উদ্দীন চকলা, সদস্য হুমায়ুন কবীর ডাবলু, আরশেদ আলী, ইয়াছিন আলী, শিক্ষক আকবর আলী, কুতুব উদ্দীন, লিয়াকত আলী, ওয়াহেদুজ্জামান, আব্দুল লতিফ, শামিমা খাতুন, রাফিকা সুলতানা, সহিদুল ইসলাম, কামরুজ্জামান, কোহিনুর খাতুন, শহিদুল ইসলাম, দর্শনা কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অপু প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহম্মেদ। অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম।
কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদার নাটুদহ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান শুরু হয়। প্রধান শিক্ষক আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক। উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক ও কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাফিকউর রহমান, নাটুদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হামিদুল্লাহ বিশ্বাস, শিক্ষক আমির হোসেন, আব্দুস সালাম, এএসআই রোমেন, আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।
জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগর থানা বহুমুখী মডেল মাধ্যমিক বিদ্যালয়, রায়পুর মাধ্যমিক বিদ্যালয়, জীবননগর সরকারি মাদ্যমিক বালিকা বিদ্যালয় ও হাসাদাহ মাদ্যমিক বিদ্যালয়ে ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ করা হয়েছে। গতকাল রোববার সকালে এ বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ অমল। প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিনেশ চন্দ্র পাল ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমআর বাবু। শিক্ষক হাফিজুর রহমান ও জাহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ মো. মুছা। নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে অনিমা খান অথৈই, নিরব আহমেদ, মোহাম্মদ হামজা, মোহাম্মদ জাহিদ ও মানিক পারভেজ বক্তব্য রাখেন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ শাহ্। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন লোকমোর্চার সভাপতি সাজ্জাদ হোসেন বিশ^াস ও রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন। জীবননগর মরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকি, পৌর মেয়র জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক যাদব কুমার প্রমাণিক, পৌর কাউন্সিলার আবুল কাশেম প্রমুখ।
হাসাদাহ প্রতিনিধি জানিয়েছেন, জীবননগর উপজেলা হাসাদাহ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসির শিক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক আব্দুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হাসাদাহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বিশ্বাস। বিশেষ অতিথি বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য শফিকুল আলম নান্নু, শিক্ষাঅনুরাগী মিজানুর রহমান প্রমুখ।