দামুড়হুদা ব্যুরো: দামুড়হুদায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ক্বিরআত, আযান, হাম্দ ও নাথ, উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তি, ইসলামী গান ও রচনা প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাদরাসার প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিকেল ৩টার দিকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ইফার দামুড়হুদা উপজেলা সুপার ভাইজার মারিয়া মাহবুবার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহা. মনিরুজ্জামান। উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা ইফার মডেল কেয়ার টেকার সালাউদ্দীন, মাওলানা রুহুল আমিন, দামুড়হুদা ডিএস দাখিল মাদরাসার শিক্ষক হাফেজ মহসিন আলী, শিক্ষক হাফিজুর রহমান, আবুল হাসান প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইফার দামুড়হুদা উপজেলা মডেল কেয়ার টেকার আসাদুজ্জামান।