জীবননগর সীমান্তের ৭টি বিজিবি ও বিএসএফ ক্যাম্পের মিষ্টি বিনিময়

জীবননগর ব্যুরো: ভারতীয় প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মহেশপুর-৫৮ বিজিবির অধীন জীবননগর ও দামুড়হুদা উপজেলা সীমান্তের ৭টি ব্যাটালিয়নের অধীন ২৮টি ক্যাম্পে বিএসএফ মিষ্টি পাঠিয়েছে। একই সময়ে বাংলাদেশের পক্ষ হতে শুভেচ্ছা হিসেবে বিজিবি প্রতিপক্ষ বিএসএফ ক্যাম্পে মিষ্টি পাঠায়। গতকাল রোববার বিজিবি-বিএসএফ এ মিষ্টি বিনিময়ের ঘটনা ঘটে।
মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নসূত্রে জানা যায়, ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জীবননগর উপজেলার বেনীপুর, মেদিনীপুর, গয়েশপুর, নতুনপাড়া, ধোপাখালী, রাজাপুর ও দর্শনার নিমতলা ক্যাম্পে মিষ্টি পাঠায়। একই সময়ে মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কামরুল আহসানের পক্ষ হতে এসকল বিজিবি ক্যাম্প ভারতের গেদে আম বাগান, জামতলা, বানপুর, পুটিখালী, টুঙ্গী, ভাজনঘাট বিএসএফ ক্যাম্পে মিষ্টি পাঠানো হয়। বিজিবি-বিএসএফ শুভেচ্ছা বিনিময়সহ সৌহার্দ্য-সম্প্রীতি নিয়ে কথা বলেন। মহেশপুর-৫৮ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল কামরুল আহসান গতকাল রাতে দৈনিক মাথাভাঙ্গাকে বিষয়টি নিশ্চিত করেছেন।