সরোজগঞ্জ প্রতিনিধি: এনএসআই’র সাবেক সহকারী পরিচালক হাজি রইচ উদ্দিনের জয়নাল স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুর ২টায় যুগিরহুদা বাজারপাড়ার হাজি রইচ উদ্দিনের নিজ বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সরোজগঞ্জ বাজার উন্নয়ন কমিটির সভাপতি তেতুল শেখ কলেজ ও ছাদেমান নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজি আব্দুল্লা শেখ, সরোজগঞ্জ বাজার কমিটির সম্পাদক শাহাজান আলি পচা, সাবেক সভাপতি আবুল হাশেম, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম, ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ, বীর মুক্তিযোদ্ধা মীর কাশেম, সরোজগঞ্জ বাজার কমিটির সহসভাপতি আব্দুর রহমান ছব্দুল, আবুল হোসেন দাখিল মাদরাসার সভাপতি আকিদুল ইসলাম, বোয়ালিয়া হাফিজিয়া মাদরাসার সভাপতি হাজি আব্দুর রাজ্জাক, সাবেক ইউপি সদস্য সালাউদ্দিন, মাও. আব্দুল হামিদ, আশিকুর রহমান, শফি উদ্দিন, মোস্তাফিজুর রহমান, সবুর বিশ্বাস, মোখলেচুর রহমান, লিটন, বিশিষ্ট ব্যবসায়ী রাহেন উদ্দিন প্রমুখ। দোয়া পরিচালনা করেন বদরগঞ্জ কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাও. আব্দুল জলিল। এছাড়া মরহুমের দোয়া মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, ব্যাংক কর্মকর্তা উপস্থিত ছিলেন। উল্লেখ্য হাজি রইচ উদ্দিন গত ২৩ জানুয়ারি সন্ধ্যায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন ।