স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌরসভায় ইন্টারনেটের মাধ্যমে টেন্ডার লটারি অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা পৌরসভা মিলনায়তনে নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৯ কোটি ৩৩ লাখ ৪২ হাজার ৩৬০ টাকার ১০টি কাজের টেন্ডারের লটারি অনুষ্ঠিত হয়। বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের জন্য সব ক্ষেত্রে ডিজিটাল ব্যবস্থার প্রচলন করছে। এরই অংশ হিসেবে সরকারি টেন্ডার কাজে আরও বেশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ইন্টারনেট ভিত্তিক এ লটারির প্রক্রিয়া ব্যবহৃত হচ্ছে। এর ফলে কোনো প্রকার টেন্ডারবাজি সম্ভব না। গতকাল অনুষ্ঠানিকভাবে এ টেন্ডারের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। উদ্বোধনের আগে সংক্ষিপ্ত বক্তব্যে মেয়র বলেন, টেন্ডার প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে ই-জিপি চালু হওয়ার পর এটিই জেলার প্রথম বৃহৎ পরিসরে ইন্টারনেট ভিত্তিক লটারির আয়োজন। আপনারা যারা এ কাজ পাবেন, তারা নিজেদের কাজ মনে করে করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আগামী ২০৪১ সালে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে উন্নীত হবে। আর উন্নত রাষ্ট্র তৈরি করতে হলে এই কাজগুলো করতে হবে টেকসই করে। আপনারা যারা কাজ পাবেন কেউ কাজ বিক্রি করবেন না, কাজ বিক্রি করে দিলে কাজের মানটা ঠিক থাকে না। সকলের প্রচেষ্টায় চুয়াডাঙ্গা পৌরসভাকে সারাদেশের মধ্যে মডেল পৌরসভা হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মুন্সি রেজাউল করিম খোকন, পৌর কমিশনার জাহাঙ্গীর আলম, পৌর সচিব কাজি শরিফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আইয়ুব আলী, সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হোসাইন জ্যাকিসহ বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।