সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার সরোজগঞ্জ ফাঁড়ি পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ আশিককে আটক করেছে। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ১শ’ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে চুয়াডাঙ্গার সরোজগঞ্জ ফাঁড়ি পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল আলিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান চুয়াডাঙ্গা ঝিনাইদহ সড়কের সরোজগঞ্জ বাজারের চৌরাস্তা মোড়ে। এসময় আটক করা হয় চুয়াডাঙ্গা শঙ্করচন্দ্র ইউনিয়নের নতুন ভান্ডারদহের হটাৎপাড়ার শরিফ উদ্দিনের ছেলে আশিক। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১শ’ গ্রাম গাঁজা। আটককৃত আশিকের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় সরোজগঞ্জ ফাঁড়ি পুলিশের এসআই শহিদুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।