গাংনী পৌর মেয়রের বিরুদ্ধে কাউন্সিলরদের মানববন্ধন

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলামের সাথে কাউন্সিলরদের দ্বন্দ্ব বেড়েই চলেছে। মেয়রের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে এবার মানববন্ধনে সংশ্লিষ্ট দপ্তর থেকে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন পৌরসভার কাউন্সিলরবৃন্দ। গতকাল রোববার দুপুরে গাংনী বাসস্ট্যান্ডে প্রধান সড়কের পাশে আয়োজিত এ মানববন্ধনে ৮ জন কাউন্সিলর ছাড়াও স্থানীয়রা অংশ নেয়। অস্বাভাবিক কর আদায়, নিয়োগ ও উন্নয়ন কাজ থেকে কমিশন বাণিজ্যসহ পৌর মেয়রের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন কাউন্সিলরবৃন্দ। পৌর কাউন্সিলর নবীর উদ্দীন, প্যানেল মেয়র-২ সাহিদুল ইসলাম, কাউন্সিলর বদরুল আলম, মিজানুর রহমান, আছেল আউদ্দীন, বাবুল আক্তার, ইনামুল হক ও ফিরোজা খাতুন তাদের বক্তব্যে মেয়রের বিরুদ্ধে ওসব অভিযোগ উত্থাপন করেন। এর আগে মেয়র কাউন্সিলরদের বিরোধের জের ধরে ২২ জানুয়ারি কর আদায় থেকে বিরত থাকার জন্য পৌর কর্মচারীদের অনুরোধ করেন কাউন্সিলররা। এ নিয়ে ৫নং ওয়ার্ড কাউন্সিলর বাবুল আক্তার কর্তৃক সহকারী কর নির্ধারক শিলনকে লাঞ্ছিত করার অভিযোগে তুলে পৌরসভা তালাবদ্ধ করে কর্মবিরতি পালন করেন পৌর কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় পৌর কার্যালয়ে বহিরাগত লোক দিয়ে মেয়র কর্তৃক ৫নং ওয়ার্ড কাউন্সিলর বাবুল আক্তারকে লাঞ্ছিত করা হয়েছে বলেও অভিযোগ করেন কাউন্সিলররা। এ নিয়ে মেয়র ও কাউন্সিলররা বিবাদে জড়িয়ে পড়েন। পৌর কাউন্সিলর লাঞ্ছিতের বিচার দাবি ও পৌর মেয়রের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির বিষয়ে মেহেরপুর জেলা প্রশাসক ও গাংনী উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন ৮ কাউন্সিলর। একই দাবিতে ২৩ জানুয়ারি পৌরসভা কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন পৌর পরিষদের ৮ কাউন্সিলর। তবে অভিযোগ মিথ্যা বলে দাবি করে আসছেন পৌর মেয়র আশরাফুল ইসলাম।