দামুড়হুদা অফিস: দামুড়হুদায় ৫ কেজি গাঁজাসহ মাদকব্যবসায়ী মিজানুর রহমানকে (৪০) আটক করেছে পুলিশ। গতকাল শনিবার ভোর ৫টার দিকে দামুড়হুদার সীমান্তবর্তী সুলতানপুর থেকে গাঁজাসহ তাকে আটক করে দামুড়হুদা মডেল থানা পুলিশ। আটককৃত মাদকব্যবসায়ী মিজানুর রহমান দামুড়হুদার ঝাজাডাঙ্গা গ্রামের মৃত সৈয়দ আলির ছেলে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার এসআই মিল্টন সরকার জানতে পারেন সুলতানপুর সড়ক দিয়ে মাদকদ্রব্য আসছে। এমন সংবাদের ভিত্তিতে তিনি এএসআই সাঈদ, এএসআই লিয়াকতসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ভোর ৫টার দিকে কয়েকজনকে সুলতানপুর গ্রামের ভেতর দিয়ে আসতে দেখে তাদের গতিরোধ করে। এসময় অন্যরা পালিয়ে গেলেও মিজানুর রহমানকে আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি চটের বস্তা তল্লাশি করে ৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত মিজানুর রহমানকে গতকালই মাদক আইনে মামলাসহ আদালতে সোর্পদ করা হয়েছে।