দামুড়হুদার ছয়ঘরিয়ায় মাদক ও চোরাচালান বিরোধী সমাবেশে  

মাদককে রুখে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে
দর্শনা অফিস: ‘উন্নত সমৃদ্ধশীল রাষ্ট্র গঠনের লক্ষ্যে সুস্থ মানব অপরিহার্য’ এ স্লোগানকে সামনে রেখে দামুড়হুদার ছয়ঘরিয়ায় মাদক ও চোরাচালান বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদ ও ছয়ঘরিয়া গ্রামবাসীর আয়োজনে গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যকালে চুয়াডাঙ্গা সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু রাসেল বলেন, মাদক ধ্বংস করে দেশ, জাতি, সমাজ, পরিবার ও ব্যক্তিকে। বৃদ্ধি পায় সামাজিক অবক্ষয় ও অপরাধমূলক কর্মকা-। ধ্বংসের পথে ধাবিত হয় যুবসমাজ। মাদকের করাল থাবা নিঃশেষ করে দেয় মন্যুস্বত্বকে। তাই আমি মাদকের বিরুদ্ধে সবসময় সোচ্চার। যারা মাদকের বেচাকেনা করে কলূষিত করছে দেশ, জাতীয় ও সমাজকে। তাদেরকে চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করতে হবে। মনে রাখতে হবে মাদক চোরাকারাবারিরা দেশের চরম শত্রু। তাই এদের রুখতে গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলন। সভাপতিত্ব করেন পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস, ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম, ওসি (অপরেশন) নাজমুল হক, দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শেখ মাহবুবুর রহমান, থানার সেকেন্ড অফিসার এসআই রফিকুল ইসলাম, আ.লীগ নেতা বরকত আলী, মুন্তাজ আলী, বীর মুক্তিযোদ্ধা তমছের আলী, আব্দুর রহমান, ফরিদ আহমেদ, বাবলুর রহমান, শফিকুল ইসলাম, সাইফুর রহমান, আক্তারুজ্জামান, ফয়সাল আহমেদ, আসাদুল ইসলাম প্রমুখ। উপস্থাপনা করেন শাহীন আহমেদ ও আশরাফুল আলম। এদিকে বিকেলে মাদক ও চোরাচালান বিরোধী একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে। আলোচনা পর্বের পর খুলনা বুড়ো ব্যান্ডের কর্ণধর ওসি সুকুমার বিশ্বাস গান গেয়ে দর্শক মাতিয়ে তোলেন।