আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার ছত্রপাড়ার বিবাদমান শত্রু সম্পত্তি নিয়ে গ্রাম আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। গতকাল পুলিশ রামদা, তলোয়ার, দেশীয় অস্ত্র ও ঢালসহ ২ ব্যক্তিকে আটক করেছে।
জানা গেছে, আলমডাঙ্গার ছত্রপাড়া গ্রামে শত্রুসম্পত্তি নিয়ে দীর্ঘ বছর ধরে পরষ্পর ২ দলের বিরোধ রয়েছে। একাধিকবার দুই দলের ভেতর ওই জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনাও ঘটেছে। হাতহতও হয়েছে। আদালতে মামলা হয়েছে কয়েক ডজন। গতকাল আবারও সংঘর্ষের জন্য একপক্ষ রণসজ্জিত হচ্ছে। এমন সংবাদ পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। ওই সময় অন্যরা পালিয়ে গেলেও ২ ভাইকে আটক করে পুলিশ। এরা হলেন ছত্রপাড়া গ্রামের মনির উদ্দীনের ছেলে লাল্টু (৩০) ও মন্টু (২৮)। পরে তাদের বাড়ি থেকে তলোয়ার সদৃশ ধারাল অস্ত্র, রামদা ও ঢাল উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।