কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে নিজের ৬ বছরের প্রতিবন্ধী শিশু সন্তানকে বাড়ির ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করেছেন হযরত আলী নামে এক ব্যক্তি। গতকাল শনিবার সকালে উপজেলার চাপালী গ্রামে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহফুজুর রহমান। নিহত শিশুর নাম মরিয়ম খাতুন। তিনি জানান, শনিবার সকালে মেয়েকে প্রচ- মারধর করেন হযরত আলী। এক পর্যায়ে মারতে মারতে মরিয়মকে বাড়ির ছাদে নিয়ে নিচে ফেলে দেন তিনি। পরে স্থানীয়রা ওই শিশুকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ হাসাপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। সেখানে নেয়ার পর তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার জন্য মতামত দেন চিকিৎসকরা। ঢাকায় নেয়ার পথে আরিচা ফেরিঘাটে মরিয়মের মৃত্যু হয়। তবে, ওই শিশুর পিতা মানসিকভাবে অসুস্থ বলে জানিয়েছেন স্থানীয়রা। এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান জানান, “শিশুটির পিতা মানসিক রোগী বলে শুনছি। তিনি মেয়েকে ছাদ থেকে ফেলে দেয়ার ঘটনা স্বীকার করেছেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।