আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা গার্মেন্টস মালিক সমিতির নব-নির্বাচিত কার্য্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৫ জানুয়ারী আলমডাঙ্গা বণিক সমিরি কার্যালয়ে শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি থেকে গার্মেন্টস মালিক সমিতির নব-নির্বাচিত কার্য্যনির্বাহী কমিটির শপথ পাঠ করান আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী। শপথ অনুষ্ঠান শেষে আলোচনা সভায় সমিতির সভাপতি সয়দ সাজেদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, সাবেক গার্মেন্টস মালিক সমিতির সভাপতি হাজী গোলাম রহমান সিঞ্জুল, বণিক সমিতির সভাপতি মকবুল হোসেন, সাবেক কোষাধ্যক্ষ রফিক উদ্দিন, জেলা পরিষদের সদস্য ও বৃহত্তর কাপড় পট্টি সমিতির সম্পাদক আবু মুসা, স্টাডার্ড ব্যাংক ম্যানেজার সুবির কুমার, মুদি ও মনোহরী সমিতির সভাপতি মিলন মিয়া, বিশিষ্ঠ সুতা ব্যবসায়ী হাজী আব্দুল খালেক, গ্লাস ব্যবসায়ী মীর আমিনুর রহমান টুটুল, বণিক সমিরি ক্যাসিয়ার আলাউদ্দিন। রাশিদুল হক ও আবুল কাসেম টুটুর উপস্থাপনায় উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি সেলিম হোসেন, সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আলম মামুন, যুগ্ম সম্পাদ হাবিবুর রহমান রুবেল, কোষাধ্যক্ষ্য আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক গোলাম মুক্তাদির বিদ্যুৎ, প্রচার সম্পাদক আব্দুল আলীম, সদস্য সিরাজুল ইসলাম, এনায়েত হোসেন সাবু, আ:ছামাদ, শাহাব উদ্দিন বাবলু, আলম হোসেন, রবিউল ইসলাম প্রমুখ।