সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার যুগিরহুদা গ্রামে এনএসআই’র সহকারী পরিচালক হাজি রইচ উদ্দিনের স্ত্রীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় সরোজগঞ্জ বাজার ঈদগাহ ময়দানে জানাজা শেষে স্ত্রীর কবরের পাশে দাফন সম্পন্ন করা হয়। চুয়াডাঙ্গার সরোজগঞ্জ যুগিরহুদা বাজারপাড়ার মৃত গোলাম রাব্বানি ছেলে এনএসআই’র সহকারী পরিচালক হাজি রইচ উদ্দিন। তিনি বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে তিনি মারা যান। সকাল সাড়ে ১০টায় সরোজগঞ্জ বাজার ঈদগাহ ময়দানে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা হাজি আজিজুল হক, সরোজগঞ্জ বাজার উন্নয়ন কমিটির সভাপতি হাজি আব্দুল্লা শেখ, কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলি আহম্মেদ হাসানুজ্জামান মানিক, সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি হাজি মজিবর রহমান, সরোজগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজি আব্দুল মালেক মোল্লা, শাহিনুল ইসলাম, হাজি মনিরুল ইসলাম, হাজি আব্দুস সাত্তার, সরোজগঞ্জ বাজার কমিটির সাবেক সভাপতি আবুল হাশেম, সম্পাদক শাহাজান আলি পচা, সহভাপতি হাজি আব্দুর রহমান ছব্দুল, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম, শিক্ষক আমিনুল ইসলাম ইউসুফ, বদরগঞ্জ বাকি বিল্লাহ কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাও. আব্দুল জলিল হাওলাদার, আবুল দাখিল মাদরাসার সভাপতি আকিদুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর উপজেলা জামায়াতের সাবেক আমির হাজি আব্দুর রউফ মিয়া, মুক্তিযোদ্ধা হাজি মীর কাশেম, আলি হোসেন মাস্টার, ডা. আব্দুল হক, সরোজগঞ্জ ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ, অবসরপ্রাপ্ত শিক্ষক শওকত আলি, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শফিকুল ইসলাম রাজু, শিক্ষক সাইফুল আওয়াল, ডা. আহম্মেদ হুসাইন মনির প্রমুখ।