সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার সরোজগঞ্জ ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নিজেস্ব অর্থে শহিদ মিনার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজি আজিজুল হক বিশ্বাস, চুয়াডাঙ্গা জেলা চালকল মালিক সমিতির সভাপতি সরোজগঞ্জ বাজার কমিটির সভাপতি তেতুল শেখ কলেজ ওছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজি আব্দুল্লা শেখ, পদ্মবিলা ইউপি চেয়ারম্যান ও ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি আবু তাহের বিশ্বাস, কুতুবপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজি মজিবর রহমান, কুতুবপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলি আহম্মেদ হাসানুজ্জামান মানিক, বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া, আব্দুল খালেক, ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠাতা সদস্য জালাল উদ্দিন মহর, ছাদেমান নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ, পরিচালনা কমিটির সদস্য সেলিম রেজা, শিক্ষক কামরুজ্জামান, সাইফুল ইসলাম, আতিয়ার রহমান, মোহাম্মদ আলি প্রমুখ। দোয়া পরিচালনা করেন ধর্ম শিক্ষক মোমতাজুল ইসলাম।