মেহেরপুর অফিস: সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মুজিববর্ষ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। এসময় অতিথিরা খেলোয়ারদের সাথে পরিচিত হন। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাহফুজুর রহমান পলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা ছাত্রলীগের সহসভাপতি কুদরত-ই-খুদা রুবেল ও শোভন সরকার। এ খেলার আয়োজন করে ভাইকিংস ক্রিকেট ক্লাব।
টুর্নামেন্টে মোট ১৬টি ক্লাব অংশগ্রহণ করছে। ক্লাবগুলো হলো ফ্রেন্ডস ইলেভেন, ভাইকিংস, যাদবপুর ক্রীড়া সংঘ, জাগো বাঙালি ক্লাব, লাইন ক্লিয়ার বুলস, তহবাজার ব্যবসায়ী সমিতি, ক্যাশবপাড়া একাদশ, সুপার কিংস, নিমতলা একাদশ, স্বরবর্ণ ক্লাব, নেপোলীক্লাব, ভোরের ছোঁয়া স্মৃতি সংঘ, ওল্ড স্কুল, উইনার বয়েজ, ব্রাইট স্টার ও মুক্তিযোদ্ধা একতা ক্লাব।