দামুড়হুদা ব্যুরো: দামুড়হুদার জুড়ানপুরে পাক ইয়াং ক্লাবের আয়োজনে জেপিএল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জুড়ানপুর স্কুল মাঠে জুড়ানপুর বন্ধু সংঘ বনাম নাইট রাইডার্সের মধ্যে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বন্ধুৃ সংঘ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে। ১২৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে নাইট রাইডার্স ১১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭০ রান সংগ্রহ করে। ফলে বন্ধু সংঘ ৫৭ রানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়। ম্যান অফ দি ম্যাচ নির্বাচিত হন বন্ধু সংঘের সাকিব (সিনিয়র) এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন একই দলের তৌফিক। খেলায় আম্প্যায়ার ছিলেন আহসান ও তনু। স্কোরার ছিলেন শাজাহান। ধারাভাষ্য দেন জিয়া হায়দার। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জুড়ানপুর পাক ইয়াং ক্লাবের সভাপতি মোখলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা যুবলীগের যুগ্মসম্পাদক জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা সাংবাদিক সমিতির সভাপতি বখতিয়ার হোসেন বকুল, পাক ইয়াং ক্লাবের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, সাবেক সেনা সদস্য ফজলুর রহমান, জুড়ানপুর ১নং ওয়ার্ড আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক ইউনুচ আলী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক ফরিদুর রহমান। সার্বিক সহযোগিতায় ছিলেন সোহেল রানা, মহিদুল ইসলাম মাস্টার ও তুষার ইমরান।