স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় জাঁকজমকপূর্ণভাবে জিনতলা মল্লিকপাড়া প্রিমিয়ার লিগের ৩য় আসর অনুষ্ঠিত হয়েছে। উদ্দীপন ক্লাবের আয়োজিত এ টুর্নামেন্টে এবার অংশগ্রহণ করে ৬টি টিম। গতকাল শুক্রবার সকালে স্থানীয় রাহেলা খাতুন স্কুল মাঠে এ গোলটুপি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। বিভিন্ন রাউন্ডের খেলা শেষে ফাইনালে ওঠে জিনতলা মল্লিকপাড়া ওরিয়ার্স ও দূরন্ত জিনতলা মল্লিকপাড়া। পরে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে জিনতলা মল্লিকপাড়া ওরিয়ার্সকে ৮ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দূরন্ত জিনতলা মল্লিকপাড়া। খেলা শেষে সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্টের অন্যতম উদ্যোক্তা বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার প্রচার সম্পাদক মাফিজুর রহমান মাফি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উদ্দীপন ক্লাবের সভাপতি ও চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি আলাউদ্দিন হেলা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা ছেলেদেরকে বিভিন্ন খারাপ কাজ থেকে দূরে রাখে। বর্তমানে সমাজে মাদক একটা ভয়াবহ আকার ধারণ করেছে। একমাত্র খেলাধুলায় পারে মাদক থেকে সবাইকে দূরে রাখতে। আর আমি আশা করছি পরের আসর এর থেকেও জমজমাট করা হবে তার জন্য সবরকম সহযোগিতা আমরা করবো। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আশাদুল হক জোয়ার্দ্দার লেমন, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বিট্টু, রাহেলা খাতুন বালিকা বিদ্যালয়ের সভাপতি ফজলে রাব্বি মুন্সি, কবি হেলাল হোসেন জোয়ার্দ্দার। এছাড়াও উপস্থিত ছিলেন দোকান মালিক সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন চান্নু, উদ্দীপন ক্লাবের সাধারণ সম্পাদক বদরউদ্দিন খান, জেলা কৃষকলীগের সদস্য আতিকুর রাব্বি, পৌর কৃষকলীগের আহ্বায়ক রাকিবুল রহমান রাকু, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি, সদস্য সৈয়দ ফরিদ আহমেদ, ব্যবসায়ী নেতা রোকন মালিক, রিপন মল্লিক, খালেক মিয়া, সাইদুর মল্লিক, স্বপন হাজি, সিরাজ মিয়া প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই উদ্দীপন ক্লাবের প্রয়াত সদস্যদের স্মরণে নিরবতা পালন করা হয়। এর আগে এ টুর্নামেন্ট উপলক্ষে গতপরশু বৃহস্পতিবার চুয়াডাঙ্গা শহরে একটি আনন্দ র্যালি বের করা হয়।
চুয়াডাঙ্গায় জাঁকজমকপূর্ণভাবে জিনতলা মল্লিকপাড়া প্রিমিয়ার লিগের ৩য় আসর
