আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা কালিদাসপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনের প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার শ্রীরামপুর বাজারে এ প্রস্তুতিসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ^াস। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তৃনমূল পর্যায় হতে দলকে সংগঠিত করতে না পারলে আগামীতে সকলেরই সমস্যায় পড়তে হবে। সাধারণ মানুষের মধ্যে থেকে নেতা নির্বাচিত করতে হবে। তিনি আরও বলেন, শত্রুকে ছোট ভেবে ঘরে বসে থাকলে একদিন আপনারা হারিয়ে যাবেন। মনে রাখবেন ক্ষমতা চিরস্থায়ী নয়, কিন্তু সংগঠন চিরস্থায়ী। তাই আসেন সংগঠনকে শক্তিশালী করে গড়ে তুলি। যারা আগামী দিন এ ইউনিয়নের সম্মেলনে সংগঠনে দায়িত্ব পাবেন তারা দলকে সুসংগঠিত করতে সকলকে নিয়ে কাজ করবেন। জননেন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আমাদের সকলকে সততার সাথে দায়িত্ব পালন করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হবে।
সভায় বিশিষ্ঠ আওয়ামী লীগ নেতা বাদল আলী মালিথার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জানিব, যুগ্ম সম্পাদক জাকির হোসেন জ্যাকি, ডাউকি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক খবির উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এসএম গোলাম সরোয়ার শামীম, কালিদাসপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক এরশাদ, সহসভাপতি তৌহিদুল ইসলাম জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম রিফাতের উপস্থাপনায় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মিলন, রাজ্জাক, টোকন, কানন, সানজিত, স্বেচ্ছাসেবক লীগের নেতা ইমরান, ছাত্রলীগ সদস্য সজিব, আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগের সদস্য আশরাফুল হক বাবু, সাবেক পৌর ছাত্রলীগের সভাপতি আলম হোসেন, আওয়ামী লীগ নেতা আফিল মেম্বার, সেকেন্দার আলী, ওয়াদুল আলী, বদর উদ্দিন, নোয়াব আলী, আবু তালেব, মিন্টু মিয়া, জহুরুল ইসলাম ঠা-ু, মোশারেফ হোসেন, হাফিজুর প্রমুখ।