মেহেরপুরে মাদক মামলার আসামির ৫ বছরের কারাদণ্ড

মেহেরপুর অফিস: মেহেরপুরে ফেনসিডিল রাখার অপরাধ প্রমাণ হওয়ায় রাসেল শেখ নামের এক যুবকের ৫ বছরের সশ্রম কারাদ- ও ৫ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও ২ মাসের কারাদ- প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুরের স্পেশাল ট্রাইব্যুনাল ১ম আদালতের বিজ্ঞ বিচারক এসএম আবদুস সালাম এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত রাসেল শেখ জেলার গাংনী উপজেলার বালিয়াঘাট গ্রাএমর রেজাউল হকের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০১৭ সালের প্রথম দিকে গাংনী থানার পুলিশ ৭৫ বোতল ফেনসিডিলসহ রাসেল শেখকে তার বাড়ি থেকে আটক করে। এ ঘটনায় গাংনী থানায় একটি মামলা দায়ের হয়। মামলার তদন্ত প্রতিবেদন পর্যালোচনা ও ৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক তাকে এ সাজা দেন। মামলায় রাষ্ট্র পক্ষের কৌঁশলি ছিলেন পিপি অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য ও আসামিপক্ষের কৌঁশলি ছিলেন অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন।