মেহেরপুর অফিস: মেহেরপুর আমঝুপি শ্মশানঘাট মন্দির কমিটির উদ্যোগে তিনদিনব্যাপী শ্রী শ্রী রটন্তী কালি পূজা উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টায় মন্দির কমিটির সভাপতি অনীল ঘোষালের নেতৃত্বে শোভাযাত্রাটি বাদ্যের তালে তালে আমঝুপি বাজার প্রদক্ষিণ শেষে পূজা মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোভযাত্রায় অন্যান্যের মধ্যে মন্দির কমিটির সাধারণ সম্পাদক অমিত কুমার, সহ-সভাপতি উত্তম কুমার, যুগ্ম সম্পাদক বলাই কুমার বিশ^াস, কোষাধ্যক্ষ নারায়ণ হালদার প্রমুখ উপস্থিত ছিলেন।