মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর সিডিপি’র উদ্যোগে উপজেলার তিন শতাধিক শিশু শিক্ষার্থীর মনের আশা ‘আমি হতে চাই’ শীর্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে মেহেরপুর সিডিপি’র (মুজিবনগর) অফিস প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মো. উসমান গনি। গুড় নেইবারস্ মেহেরপুর সিডিপি’র প্রজেক্ট ম্যানেজার লিংকন রায়ে‘র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রব, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন ও ইউপি সদস্য মি. সংকর বিশ্বাস। অনুষ্ঠানে মুজিবনগর উপজেলার চারটি সরকারি বিদ্যালয়ের তিনশ’ শিশুর ভবিষ্যতে কে কি হতে চায় তা হোয়াট বোর্ড ও কাগজে লিখে প্রকাশ করে। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন গুড নেইবারসের অ্যাডুকেশন অফিসার ঝর্ণা খাতুন।