চুয়াডাঙ্গায় নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে পুরুষ এবং কিশোরদের অংশগ্রহণে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আলোর দিশারী মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে ব্র্যাক এর সহযোগিতায় কোটালি মাধ্যমিক বিদ্যালয়ে এ স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে বিষয় ভিত্তিক ভিডিও প্রদর্শন, ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রশ্ন উত্তর পর্ব শেষে পুরস্কার বিতরণ ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে কোটালি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক অহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদফকরের উপপরিচালক মাসুম আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক এর ডিভিশনাল ম্যানেজার জিজেডি রবিউল আলম, উপজেলা যুব উন্নয়ন অধিদফতরের অফিসার জহুরুল ইসলাম, কোটালি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক ওহিদুল ইসলাম, মুহাম্মদ আলী জিন্নাহ, রাবেয়া খাতুন, সাবিনা ইয়াছমিন, আবু সাঈদ, রাকির হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন আলোর দিশারী মহিলা উন্নয়ন সংস্থার সাইদুর রহমান। আলোচনায় জেন্ডারভিত্তিক ন্যায় বিচারের প্রচার, পুরুষ এবং ছেলেদের সংযুক্তিকরণ নেটওয়ার্ককে শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশের নারী ও শিশুদের প্রতি সহিংসতা হ্রাস করা।