আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ৩ তাড়িখোরের কারাদণ্ড

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ তাড়িখোরকে আটক করা হয়। আটককৃতদের ৫দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। উপজেলার খাসকররা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নতুন ভবনের কাজ চরছে। ভবন নির্মাণ মিস্ত্রি চুয়াডাঙ্গা হাটকালুগঞ্জ (এলজিইডি ভবনের পাশের) ঈমান আলীর ছেলে ইমরান আলী (২০), একই পাড়ার আব্দুল লতিফের ছেলে সজিব হাসান (২২) ও সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামের রজনীগন্ধা আবাসনের শুকুর আলীর ছেলে হাফিজুর রহমান দীর্ঘদিন ধরে খাসকররায় কাজ করছে। তারা কাজের ফাঁকে চোলাই মদ (তাড়ি) খেয়ে মাতলামি করে। আলমডাঙ্গা থানা ও তিওরবিলা ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে তাদের ৩ জনকে আটক করে উপজেলা নির্বাহী অফিসারকে সংবাদ প্রদান করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে ৫দিন করে বিনাশ্রম কারাদ- প্রদান করেন। এ সময় আলমডাঙ্গা থানার এসআই গোলাম মোস্তফা ও এসআই শাহিনুর ইসলাম উপস্থিত ছিলেন।