দামুড়হুদায় প্রতিবন্ধীদের মাঝে পুরস্কার বিতরণ

দামুড়হুদা ব্যুরো: দামুড়হুদায় জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০১৯-২০ অর্থ বছরে ক্রীড়া কর্মসূচির আওতায় উপজেলা পর্যায়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে দামুড়হুদা উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতীয় ক্রীড়া অধিদফতরের অর্থায়নে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে দামুড়হুদা বুদ্ধিপ্রতিবন্ধী অটিস্টিক স্কুলের সার্বিক ব্যবস্থাপনায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহি উদ্দিন। প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলি মুনছুর বাবু। প্রধান অতিথি বলেন, অতিতে অনেক সরকার ক্ষমতায় এসেছে কিন্তু একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া প্রতিবন্ধীদের কথা কেউ ভাবেনি। অনেক গরিব পরিবার আছে যারা টাকার অভাবে দুধ-ডিম কিনে খেতে পারে না। ওই সমস্ত গরিব পরিবারের মায়েদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাতৃত্বকালিন ভাতা চালু করেছেন। যাতে একজন দিনমজুরের স্ত্রীও মাতৃত্বকালিন দুধ-ডিম কিনে খেতে পারেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল প্রতিবন্ধীদের প্রতিষ্ঠিত করতে দেশব্যাপী কাজ করছেন। তাই প্রতিবন্ধীদের সমাজের বোঝা মনে করলে হবে না। তাদেরকে সঠিকভাবে গড়ে তুলে সম্পদে পরিণত করতে হবে। এ জন্য সমাজের সকল পর্যায়ের ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সততা সামাজিক উন্নয়ন সংস্থার পরিচালনায় দামুড়হুদা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম নুরুন্নবীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, জেলা পরিষদ সদস্য দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবির ইউসুফ ও চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহম্মেদ। উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, দামুড়হুদা সাংবাদিক সমিতির সভাপতি বখতিয়ার হোসেন বকুল, দামুড়হুদা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলী, দামুড়হুদা বুদ্ধিপ্রতিবন্ধী অটিস্টিক স্কুল পরিচালনা কমিটির সদস্য আব্দুস সামাদ, জামাল উদ্দীন, প্রধান শিক্ষক হাফিজুর রহমান, সহকারী শিক্ষক আব্দুর রহমান, রেহেনা খাতুন, চামেলী খাতুন প্রমুখ।