দর্শনা অফিস: দর্শনা আইসি পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ মিজানুরকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে থানায় দায়ের করা হয়েছে মামলা। গতকাল বুধবার রাত ১০টার দিকে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শেখ মাহবুবুর রহমানের নেতৃত্বে এসআই জাকির হোসেন, এএসআই আব্দুল কুদ্দুস ও মামুন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান দর্শনার পার্শ্ববর্তি পারকৃষ্ণপুর বাজার এলাকায়। পুলিশ ওই বাজার এলাকা থেকে গ্রেফতার করে দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর ঈদগাপাড়ার জাফর আলীর ছেলে মিজানুর রহমানকে (২৫)। গ্রেফতারকৃত মিজানুরের কাছ থেকে ৫শ’ গ্রাম গাজা উদ্ধারের তথ্য দিয়েছে পুলিশ। এ ঘটনায় এসআই জাকির হোসেন বাদী হয়ে গতরাতেই গ্রেফতারকৃত মিজানুরের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন।