জীবননগর পেয়ারাতলায় ভ্রাম্যমাণ আদালতে চাল ও মুদি ব্যবসায়ীকে জরিমানা

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার পেয়ারাতলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহযোগিতায় পরিচালিত এ মোবাইল কোর্টে চটের ব্যাগের পরিবর্তে প্লাস্টিকের ব্যাগে চাল বাজারজাত, মূল্য তালিকা না টানানো ও মেয়াদীত্তোর্ণ পণ্য বিক্রির অপরাধে একজন চাল ও অপর একজন মুদি ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও সিরাজুল ইসলাম এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুপুরে মোবাইল কোর্ট উপজেলার পেয়ারাতলার চাল ব্যবসায়ী প্রতিষ্ঠান রাজ ট্রেডার্সে অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত দেখতে পায় দোকানটিতে পাট দিয়ে তৈরী চটের ব্যাগের পরিবর্তে অবৈধ প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করছে এবং দোকানে চালের মূল্য তালিকা না লিখে ভোক্তাদের সাথে প্রতারণা করছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় রাজ ট্রেডার্সকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় মোবাইল কোর্ট মুদি দোকান মারুফ খান ট্রেডার্সে অভিযান পরিচালনা করে। দোকানটি মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও মূল্য তালিকা না টানানোর কারণে ৯ হাজার টাকা জরিমানা করে। মোবাইল কোর্ট পরিচালনাকালে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহম্মেদ ও উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর আনিসুর রহমান এসময় মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা প্রদান করেন বলে জানা যায়।