বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার হিজলগাড়ি ক্যাম্প পুলিশ চালিয়ে ২ জুয়াড়ি আটক করেছে। গত মঙ্গলবার বলদিয়া গ্রামের কাজলার মাঠ থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত দুজনকেই আদালতে সোপর্দ করেছে পুলিশ।
গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গার হিজলগাড়ি ক্যাম্প পুলিশের টুআইসি এএসআই ছবেদ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান তিতুদহ ইউনিয়নের বলদিয়া গ্রামের কাজলার মাঠে। এসময় মাঠের একটি স্যালো ঘরে তাস দিয়ে জুয়া খেলা করছিলো কয়েকজন। পুলিশি উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে আটক করে বলদিয়া গ্রামের মাদরাসাপাড়ার জিয়ার আলীর ছেলে শিপন ও একই পাড়ার মকছেদের ছেলে আবুল বাসারকে। সেই সাথে উদ্ধার করে জুয়া খেলায় ব্যবহৃত তাস এবং ১ হাজার ২১০ টাকা। আটককৃতদের গতকাল বুধবার আদালতে সোপর্দ করে পুলিশ।