কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার আব্দালপুরে পায়ের রগ কাটা অবস্থায় রেজাউল ইসলাম (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার আব্দালপুর ইউনিয়নের দেড়িপাড়া মাঠ এলাকা থেকে এ মরদেহটি উদ্ধার করে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশ। নিহত রেজাউল ইসলাম আব্দালপুর গ্রামের মসলেম হকের ছেলে। তিনি পেশায় একজন কাঠ ব্যবসায়ী ছিলেন। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে দেড়িপাড়ার মাঠে এক পথচারী একটি মরদেহ দেখে স্থানীয়দের খবর দেয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। এবং নিহতের পরিবারের সদস্যরা এসে মরদেহটি শনাক্ত করে।
পরিবারের বরাত দিয়ে ওসি জানান, নিহত রেজাউল কাঠ ব্যবসায়ী ছিলেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে তিনি বাড়ি ফেরেননি।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রেজাউলকে রাতে দুর্বৃত্তরা এলোপাতাড়িভাবে শরীররে বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করেছে, তার দুইপায়ের রগ কেটে দেয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালমর্গে প্রেরণ করেছে।