কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার সন্ধ্যায়। ধর্ষিতার পিতা বাদী হয়ে কালীগঞ্জ থানায় রাতে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ধর্ষক আলামিনকে আটক করেছে পুলিশ।
কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান জানান, উপজেলার জলকার মাজদিয়া গ্রামের স্বামী পরিত্যক্তা প্রতিবন্ধী নারী মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পাশের মাঠে ছাগল আনতে যান। এসময় একই গ্রামের নুরুন্নবীর ছেলে দুই সন্তানের জনক আলামিন তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষিতার পিতা বাদী হয়ে থানায় মামলা করলে মঙ্গলবার রাতে উপজেলার সোনালীডাঙ্গা গ্রাম থেকে ধর্ষককে পুলিশ আটক করে। ধর্ষিতার ডাক্তারি পরীক্ষার জন্য বুধবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আটক ধর্ষককে আদালতে প্রেরণ করা হয়েছে।