মুজিবনগর প্রতিনিধি: গুড নেইবারস্ মেহেরপুর সিডিপি’র আয়োজনে শিশু অধিকার ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে প্রজেক্ট অফিস প্রাঙ্গণে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন গুড় নেইবারস্ মেহেরপুর সিডিপি’র প্রজেক্ট ম্যানেজার লিংকন রায়। উপস্থিত ছিলেন উপজেলা তথ্য আপা খন্দকার তানিয়া আক্তার, অত্র সংস্থার শিক্ষা অফিসার ঝরর্ণা খাতুন, এসএস অফিসার তসলিমা খাতুন, শিশু পরিষদের সদস্য শারমিন আক্তার প্রমুখ। অনুষ্ঠানে গুড় নেইবারস স্পন্সার শীপ প্রোগামের সুবিধাভোগী ১২০ জন শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।