মুজিবনগর পুরুন্দরপুরে ফলন্ত ফসলের জমিতে চাষ দিয়ে তছরুপ

মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর উপজেলার পুরুন্দরপুরের আফতাব আলী নামের এক কৃষকের ২৫ কাঠা গম ও ১ বিঘা মুসুর জমির ফলন্ত গাছ ট্রাক্টর দিয়ে চাষ করে তছরুপ করা হয়েছে। গত সোমবার রাতের আঁধারে এ ঘটনা ঘটে। ক্ষেত মালিকের ওপর প্রতিশোধ নিতে ওই ফসল তছরুপ করা হয়েছে বলে ধারণা করছেন এলকাবাসী।
জানা গেছে, পুরুন্দরপুর গ্রামের বাছুর মারা মাঠে ২৫ কাঠা গম এবং ১ বিঘা মুসুর নিজের পৈত্রিকসূত্রে পাওয়া জমিতে আবাদ করেন আফতাব আলী। ইতোমধ্যে দুটি ফসলের ফল ধরা শুরু হয়েছে। গত সোমবার রাতের আধারে ক্ষেতের সব ফলন্ত গম ও মুসুর গাছ চাষ দিয়ে তছরুপ করেন আপন বোনাই (বোনের স্বামী)। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে বিষয়টি নজরে পড়ে আফতাব আলীর। তিনি বলেন, চকশ্যামনগর গ্রামের আমার বোনাই (বোনের স্বামী) নজরুল ইসলাম ও তার ছেলে আল আল-আমিন, আলহাদু, টিপন ও জামাই মেন্টু আমার ওই ফসল তছরুপ করেছে। এতে এক লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানান তিনি। এসব কথা বলতে বলেত কান্নায় ভেঙে পড়েন আফতাব। এ ব্যাপারে আজ বুধবার কোর্টে মামলা দায়ের করবেন বলে জানান ক্ষেত মালিক।