স্টাফ রিপোর্টার: জীবননগরের আন্দুলবাড়িয়া দেহাটির বৃদ্ধা আয়েশা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…….রাজেউন)। গতকাল মঙ্গলবার সকালে তিনি খেঁজুরের রস খান। গুরুতর অসুস্থ হয়ে পড়লে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয় তাকে। চিকিৎসার এক পর্যায়ে গতকাল সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো আনুমানিক ৯০ বছর।
দেহাটির মৃত আকবর আলীর স্ত্রী আয়েশা বেগম বয়সের ভারে অনেকটা দুর্বল হলেও বেশ সুস্থই ছিলেন। পরিবারের সদস্যরা এ তথ্য জানিয়ে বলেছেন, সকালে খেজুরের রন খান। এর কিছুক্ষণ পরই তিনি অসুস্থতা বোধ করেন। প্রথমে বাড়িতে রেখে গ্রামের ডাক্তার দিয়ে চিকিৎসা দেয়ার পরও সুস্থ না হলে তাকে নেয়া হয় চুয়াডাঙ্গা সদর আধুনিক হাসপাতালে। চিকিৎসার এক পর্যায়ে সন্ধ্যায় তিনি মারা যান। পরিবারের সদস্যরা তাকে রস খেয়ে অসুস্থতার কথা বললেও চিকিৎসক অবশ্য বলেছেন, বয়সের কারণেই তিনি নানা সমস্যায় ভুগছিলেন। এ কারণেই তার মৃত্যু হয়েছে বলে আমরা ধারণা করছি।