আলমডাঙ্গা ব্যুরো: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর আলমডাঙ্গার আরজু ফুড প্রোডাক্টস নামক বেকারিতে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে। অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি ও পণ্যের মোড়কজাত বিধিমালা লঙ্ঘন করার অপরাধে ওই জরিমানা করা হয়েছে।
জানা গেছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে একটি টিম গতকাল আলমডাঙ্গা শহরের মিয়াপাড়ায় অবস্থিত আরজু ফুড প্রোডাক্টস নামক বেকারিতে অভিযান চালায়। সে সময় বেকারিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি, তৈরিকৃত পণ্যের মোড়কজাত বিধিমালা না মানার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে বেকারির পরিবেশ ঠিক না করা পর্যন্ত সমস্ত প্রকার বেকারিপণ্য তৈরি না করার জন্য নির্দেশ প্রদান করা হয়। এ সময় উপস্থিত জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিলি করা হয়।
অভিযানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি মকবুল হোসেন।