মুজিবনগরে সরকারি ঘর বরাদ্দ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫

মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগরের বাগোয়ান গ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত ঘর ভাগাভাগী নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ইউপি সদস্যসহ ৫জন আহত হয়েছেন। আহতরা হলেন বাগোয়ান গ্রামের ইউপি সদস্য কাজী কমরউদ্দীন সেলিম (৪০), দুলাল হোসেনের ছেলে জবেদ আলী (৪৫)। অপর বাগোয়ান ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক রকিব খাঁনের পক্ষের রকিবের দুই ভাই রাশিদুল (২৮), সাইদুল (৩২) ও ভাদু মোল্লার ছেলে খাদিমুল আহত হন। আহতরা বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
বাগোয়ান গ্রামের ইউপি সদস্য কাজী কমরউদ্দীন সেলিম হোসেন জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যার পরে বাগোয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জমি আছে ঘর নাই প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর নিজস্ব বরাদ্দকৃত দুটি ঘর নিয়ে লটারির উদ্যোগ গ্রহণ করা হয়। বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেনসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত হন। এসময় একই গ্রামের রকিবের পক্ষের বেশ কয়েকজন লোক লটারি নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে হঠাৎ করে আমাদের উপরে আক্রমণ করে। তারা পূর্ব পরিকল্পিতভাবে আমাদের হামলা চালিয়ে আমাদের লোকজনকে আহত করে। এসময় আমি ঠকাতে গেলে অমারও ডান হাতে কোপ লাগে।
বাগোয়ান ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক রকিব খাঁন জানান, ইউপি সদস্য সেলিম হোসেনের লোকজন আমাদের উপর প্রথম হামলা চালিয়ে আমার দুই ভাইকে আহত করে।
স্থানীয়সূত্রে জানা গেছে, বাগোয়ান গ্রামে ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেনের উপস্থিতে দুটি সরকারী ঘর বরাদ্ধ দেয়াকে কেন্দ্র করে বাগোয়ান গ্রামের ইউপি সদস্য কাজী কমরউদ্দীন সেলিম ও রকিব দু’টি পক্ষের মধ্যে এ ধরনের ঘটনা ঘটে। এবিষয়ে বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেনের সাথে মোবাইলফেনে যোগায়োগ করলে তিনি সংবাদটি পত্রিকায় প্রকাশ না করার জন্য বলেন।
মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দু’পক্ষের ২জন করে ৪জন হালকা ইনজুরি হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।