স্টাফ রিপোর্টার: পাকিস্তানের মাটিতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলার উদ্দেশে আজ বুধবার রাতে বিমানে উঠবে বাংলাদেশ দল। ঢাকা থেকে ভাড়া করা বিমানে রাত ৮টায় মাহমুদউল্লাহরা রওনা দেবেন। স্থানীয় সময় রাত ১০টা ৩০ মিনিটে লাহোরে পৌঁছাবেন তারা। টি-টোয়েন্টি ম্যাচ সাধারণত ফ্লাডলাইটের আলোয় রাতে হয়ে থাকে। কিন্তু দেশটা পাকিস্তান বলেই নিয়মে বদল আনা হচ্ছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ আনুষ্ঠানিকভাবে ম্যাচ শুরুর সময় জানিয়েছে। ২৪ তারিখ থেকে মাঠে গড়াবে এ সিরিজ। বিসিবি মিডিয়া বিভাগ জানিয়েছে, লাহোরে টি-টোয়েন্টি সিরিজের প্রতিটি ম্যাচ শুরু হবে স্থানীয় সময় দুপুর ২টা; বাংলাদেশ সময়ে যা দাঁড়াচ্ছে দুপুর ৩টায়। ঠিক কী কারণে দিবারাত্রি না করে শুধু দিনে আয়োজন করা হচ্ছে সিরিজ, সেটি পিসিবি পরিস্কার করেনি। তবে দলে পাঁচ পেসার নেয়ার ব্যাখ্যায় বিসিবির নির্বাচকেরা বলছিলেন, ম্যাচ হবে রাতের ফ্লাডলাইটের আলোয়। কোনো ম্যাচ রাতে নয়, হবে দিনের আলোয়।
বাংলাদেশের এই সফরে সবচেয়ে আলোচিত বিষয়টি ছিলো নিরাপত্তা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মোতায়েন থাকবে ১০ হাজার পুলিশ, ১৭ এসপি, ৪৮ ডিএসপি, ১৩৪ ইন্সপেক্টর এবং ৫৯২ জন অধস্তন নিরাপত্তাকর্মী। এতকিছুর মাঝেও আজ খোদ লাহোর থেকেই অস্ত্র-বিস্ফোরকসহ তিন জঙ্গিকে আটক করেছে পুলিশ। যে কারণেই এই সময়সূচি স্থির করা হোক না কেন, বাংলাদেশ দল আরেকটি কারণে স্বস্তি পাবে। রাতে লাহোরের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। দিনের আলোয় এই প্রচ- শীত সইতে হবে না তামিমদের।