জীবননগর ব্যুরো: জীবননগর শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। লাইসেন্স বিহীনভাবে পরিচালিত করাত কলের বিরুদ্ধে অভিযানকালে শফিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও সিরাজুল ইসলাম বনবিভাগের সহযোগিতায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
সংশ্লিষ্টসূত্রে জানা যায়, জীবননগর বনবিভাগের সহযোগিতায় অবৈধভাবে পরিচালিত ‘স’ মিলের বিরুদ্ধে অভিযানে নামে ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে অনুমোদন বিহীনভাবে করাতকল পরিচালনায় শফিকুল রহমানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও সিরাজুল ইসলাম এ জরিমানা করেন। জীবননগর বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম কাজল উপস্থিত ছিলেন।